বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

পুলিশের ৮০ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২৬, ২১ অক্টোবর ২০২৫

পুলিশের ৮০ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ৮০ জন পরিদর্শককে (নিরস্ত্র, শহর ও যানবাহন, এবং সশস্ত্র শাখা) পদোন্নতি দিয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতির ঘোষণা আসে। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী—৩৩ জন পরিদর্শক (নিরস্ত্র),১৮ জন পরিদর্শক (শহর ও যানবাহন) ও ২৯ জন পরিদর্শক (সশস্ত্র)। এই তিন শ্রেণির মোট ৮০ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার পদে উন্নীত করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর যোগদানপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএসপি পদোন্নতি পুলিশ বাহিনীর কাঠামোগত উন্নয়নের ধারাবাহিক অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে প্রশাসনিক তৎপরতা ও তদারকি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন