বাংলাদেশে ঢুকে মাছ ধরা বন্ধ করতেই হবে: ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৯, ২১ অক্টোবর ২০২৫

বাংলাদেশের জলসীমায় অন্যায়ভাবে প্রবেশ করে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ‘আমাদের জায়গায় কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌ–পুলিশ রয়েছে—এই অন্যায় কার্যকলাপ বন্ধ করা তাদের দায়িত্ব।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ১২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘নদী থেকে জেলেরা যে মাছ ধরে, তা প্রকৃতি থেকে পাওয়া সম্পদ। মা মাছকে ডিম পাড়ার সুযোগ এবং ছোট মাছকে বড় হওয়ার সময় দিতে হবে। প্রকৃতি রক্ষা না করলে কেউই মাছ পাবে না।’
তিনি আরও জানান, আশ্বিনের পূর্ণিমার চারদিন আগে থেকে ২২ দিনের ইলিশ প্রজনন–নিষেধাজ্ঞা বৈজ্ঞানিক গবেষণা ও জেলে প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
জেলেদের চিরচেনা দাদন সমস্যার কথা উল্লেখ করে ফরিদা আখতার জানান, ‘বাংলাদেশ ব্যাংক গভর্নরও স্বীকার করেছেন, দাদন একটি বড় সমস্যা। এজন্য ‘মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক’ নামে একটি বিশেষায়িত ব্যাংক গঠনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হাতে আছে। আপাতত এজেন্ট ব্যাংকের মাধ্যমে স্বল্পসুদের ঋণ প্রদানের উদ্যোগ চলছে।’