বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখতে ষড়যন্ত্রে লিপ্ত

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৩, ২১ অক্টোবর ২০২৫

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখতে ষড়যন্ত্রে লিপ্ত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, `একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে।‘

মঙ্গলবার সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলায় গণসংযোগ ও বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘জামায়াত কোনো ঘের দখল করে না, জমি দখল করে না, অবৈধভাবে বালু উত্তোলন করে না। অথচ দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের সঠিক ও তথ্যভিত্তিক জবাব দিতে হলে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে। সৃষ্টিকর্তার বিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু-মুসলিম সবাই শান্তিতে ও সমৃদ্ধিতে বসবাস করবে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘সরকার দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে বলে আশা করছি। আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি, নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন ইতিবাচক পরিবর্তনের পথে। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো শাসক কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী হয়ে না ওঠে।’

দিনব্যাপী সফরে মিয়া গোলাম পরওয়ার সকাল সাড়ে ১০টায় শাহপুর গাজীপাড়ায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। দুপুরে শাহপুর বাজারে গণসংযোগ শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সমাবেশে অংশ নেন। সন্ধ্যায় আমভিটা বাজারে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন