বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক শাকিব খান গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৭, ২১ অক্টোবর ২০২৫

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক শাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলায় ঢাকার শাহবাগ থানার অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, `রাত ৩টার দিকে ঢাকার শাহবাগ থানা পুলিশ আমাদের জানায় যে, সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় শাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।‘
নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে শাকিব খান ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনালগ্ন থেকেই সক্রিয় ছিলেন। পরে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে স্থানীয় সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।
স্থানীয় শিক্ষার্থী ও নাগরিক সমাজের একাংশ তার গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে এটিকে ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত’ বলে মন্তব্য করেছেন।