মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড পিরোজপুরে

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৭:১৩, ২১ অক্টোবর ২০২৫

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড পিরোজপুরে

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী ফিরোজ আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও আট মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ আলম বরগুনার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৭ সালে ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের সঙ্গে ফিরোজ আলমের বিয়ে হয়। দীর্ঘ সংসার জীবনে তাদের ছয় সন্তান জন্ম নেয়। কিন্তু বছর ঘুরতেই দাম্পত্য কলহ শুরু হয়।

২০১৯ সালের ৫ অক্টোবর রাতে পারিবারিক বিরোধের জেরে ফিরোজ আলম ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী বিউটি বেগমকে এলোপাতারি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর ফিরোজ প্রতিবেশীদের ফাঁসাতে নানা কৌশল নেয়, এমনকি জমিজমা বিরোধের কথা উল্লেখ করে অন্যদের অভিযুক্ত করার চেষ্টা করে।

পরে নিহত বিউটির ভাই মো. ইউনুস মল্লিক বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ফিরোজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করে জানায়— স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা অনাদায়ে আরও আট মাসের কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ফিরোজ আলম আদালতে উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন