মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের ২ বগি লাইনচ্যুত

সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৯:২২, ২১ অক্টোবর ২০২৫

সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীর শিরোইল রেলওয়ে স্টেশনে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পাবনার ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। ঠিক সেই সময় স্টেশনের অপর লাইনে দাঁড়িয়ে থাকা অতিরিক্ত দুটি বগির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির।

ধাক্কার পর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকারী ট্রেন পাঠিয়েছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, বগি উদ্ধারের কাজ শেষ হলেই রেল চলাচল স্বাভাবিক করা হবে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে সিগন্যাল ত্রুটি বা মানবিক ভুলের আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীরা হঠাৎ থেমে যাওয়া ট্রেনে আতঙ্কিত হয়ে পড়েন।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন