ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর চ্যালেঞ্জ
`জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫২, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫৪, ২১ অক্টোবর ২০২৫

`জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না’- নিজের ফেসবুক পেইজে এমন পোস্ট গিয়ে এবার সরাসরি জামায়াতে ইসলামীকে চ্যালেঞ্জ ছূঁড়ে দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এমনকি এনসিপির এই নেতা জামায়াতকে উদ্দেশ করে এমনও লিখেছেন- “ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পর এবার জামায়াতে ইসলামী নিয়ে কথা বললেন দলের এই মুখ্য সমন্বয়ক।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।
এক দিন আগেই ঢাকায় এক সমাবেশে বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করেছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির যেভাবে জয়ী হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তেমন ‘নীরব ভোটবিপ্লব’ হবে।
সমাজকালের পাঠকদের সুবিধার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।
আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।
বাংলাদেশের কওমী, সুন্নী, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে যুক্ত। এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে।
যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা। বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।
তবু আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমরা দরজা খোলা রাখি।যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে।
এই দেশ কারও শত্রুতা নয় — এই দেশ সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার, এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান।”
এর আগে গত রবিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের চলমান আন্দোলনকে ‘রাজনৈতিক প্রতারণা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি জামায়াত। তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি।
জামায়াতে ইসলামী নাহিদের ওই বক্তব্যের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি নাহিদের বক্তব্যকে ‘বালখিল্য’ বলে মন্তব্য করেছে এবং এই ধরণের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
সেই স্ট্যাটাস নিয়ে নানামুখী আলোচনা চলার মধ্যেই দুদিন বাদে জামায়াতকে নিয়ে লিখলেন তার দলীয় সহকর্মী নাসীরুদ্দীন পাটওয়ারী।