প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৪, ২১ অক্টোবর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। ছবি : বাসস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার কিছু আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দলটি।
প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে সালাহউদ্দিন আহমেদ বলেন,“আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজ সন্ধ্যা ৬টায় সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।”
রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই বৈঠকে ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন প্রশাসন, এবং চলমান সংলাপ প্রক্রিয়া নিয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করবে।
এ বৈঠককে ঘিরে যমুনা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।