রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল
ডিবির অভিযানে গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫১, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৫৯, ২১ অক্টোবর ২০২৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সকালে ডিএমপির উপপরিচালক (ডিমিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও সংগঠনের পুনর্গঠনের চেষ্টা চলছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের পুনরায় সাংগঠনিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি স্থানে এ ধরনের আকস্মিক মিছিল ও পোস্টারিং কার্যক্রমের মাধ্যমে সংগঠনের কর্মীরা পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
এদিকে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অননুমোদিত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।