জাতীয় শ্রমিক শক্তির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৫, ২১ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব শ্রমিক নেতা ঋআজ মোর্শেদ।
মঙ্গলবার (২১ অক্টোবর) শ্রমিক শক্তির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটির তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে শ্রমিক শক্তি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে নতুন সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও মুখ্য সংগঠক আরমান হোসেনের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আল আমিন খান ও তানহা শান্তা।
এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব সৌরব খান সুজন ও আব্দুল বারেক। যুগ্ম আহ্বায়ক- তৌহিদুল ইসলাম, ওয়াজি উল্লাহ, সজিব ওয়াফি, আহমেদ ইসহাক, মেহেদী হাসান খাঁন, সম্রাট আজাদ, রেজাউল ইসলাম, হাসিবুর রহমান, নূর ই আলম সিদ্দিকী, শিবলী আহমেদ, কলিন্স চাকমা।
যুগ্ম সদস্য সচিব- রহমতউল্লা রবিন নিহাল (দপ্তর), মাহবুবুর রহমান আকাশ, সাইফুল ইসলাম ফয়সাল, মো. কামরুজ্জামান, তৌফিক উজ জামান পীরাচা, জান্নাতুল ফেরদৌস আঁখি, অনিক হাসান মানিক, রাজন আহমেদ, রিয়া পারভীন, মো. সরোয়ার কামাল, হোসাইন নুর, শেখ রায়হান, মোহাম্মদ মুসা, রিয়াদ হোসেন, রবিউল হাসান রনি, হাসান মাহমুদ।
সিনিয়র সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে আলেয়া খাতুন ও মামুন চাকলাদারকে। সংগঠক হিসাবে আছেন- শেখ রুবেল, ফয়সাল আহমেদ, তানজিয়া শিশির, ফাহাদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মো. ফারুক হোসেন, কাউসার আহম্মেদ, মো. মোতালেব শিকদার, মো. মাসকুর আলম মামুন, নাঈম আল ইসলাম, হাফিজুর রহমান সরকার, হোসাইন মোহাম্মদ আনোয়ার, মো. রেজওয়ান সিদ্দিকী, নজরুল ইসলাম ডেভিড, আব্দুল্লাহ আল আবু বকর (তাবরেজ), এখলাস ফরাজী, মো. নাজমুল ইসলাম টিটু, মাসুম বিল্লাহ, ফাহিমা শিকদার, ফজলে এলাহী রুবেল, মো. মোসলেহ উদ্দিন খান জুয়েল, মো. কাওছার হাওলাদার, সম্রাট শেখ, গোলাম রাব্বি হাসান, সোনিয়া খান, মো. আব্দুল্লাহ আল সানী, মোহাম্মদ ফারভেজ, মো. আব্দুল হাদী চৌধুর, আল মামুন, শেখ শাহানা, ফারজানা আক্তার বৃষ্টি, আব্দুল কাদের আলভ, মো. হাসানুর রহমান।
কমিটির সদস্যদের মধ্যে আছেন- মেরাজুল ইসলাম, রমজান আলী, হাসান ইমাম তালুকদার, নুরুজ্জামান কবির, শিব্বির আহম্মেদ, আবদুল আউয়াল সাগর, আশরাফুল হক লাতুক, রোজিনা আক্তার, মো. দিদার আলম, মো. সোহেল রানা খান, মো. আমির হামজা, আরিফ রায়হান, আমজাদ ফয়সাল আহমেদ (নারায়নগঞ্জ), মো. শাহাবুদ্দিন শান্ত, মো. মনিরুল ইসলাম, মো. রুবেল মিয়া, মোহাম্মদ শাহ্জালাল, আব্দুর রহিম, রবিউল করিম, মোসা. হাসিনা মাহমুদ, আমির হোসাইন আতিক, মো. মেহেদী হাসান, শাহাদাৎ হোসেন রিয়াদ, জান্নাতুল ফেরদৌস, কাজী ইউসুফ কবির, ফারুকুল ইসলাম, পিংকি বেগম, জাবের হাওলাদার, মো. কিবরিয়া মোল্লা, মোজাম্মেল হক, মো. ইমরান হোসেন, মিজানুর রহমান আকন্দ ও আরিফা আকতার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় শ্রমিক শক্তি’ আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন খাতে শ্রমিক সংগঠন গড়ে তুলবে। কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা হবে।