বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

হাটহাজারীতে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২:৩৯, ২১ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

স্কুলছাত্র মুহাম্মদ তানভীর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে পুরনো ঘটনার জেরে মুহাম্মদ তানভীর (১৪) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের পুরোনো পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার প্রবাসী আবদুল বারেকের ছেলে এবং স্থানীয় আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর স্থানীয় বাজারে স্কুলছাত্রদের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় তানভীর ঝগড়া থামাতে গেলে এক পক্ষের সঙ্গে তার তর্কাতর্কি হয়।

এর জেরে মঙ্গলবার দুপুরে স্কুলের টিফিনের ছুটিতে তানভীর স্কুল থেকে বের হলে ১০–১২ জন তাকে আটক করে বেধড়ক মারধর করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়।

এ বিষয়ে আলিপুর রহমানিয়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “কিছুদিন আগে স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ঝামেলা হয়। তানভীর তখন মীমাংসা করতে গিয়েছিল। সেই ঘটনার জেরেই আজ তাকে মারধর করে হত্যা করা হয়েছে।”

ঘটনার বিষয়ে হাটহাজারীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, “দুই পক্ষের স্কুলছাত্রদের মধ্যে পুরোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। আমরা বিষয়টি তদন্ত করছি, জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

হাটহাজারীতে এমন সহিংস ঘটনা প্রথম নয়। চলতি ১৪ অক্টোবর, উপজেলার চৌধুরীহাটে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অপু দাশ (৩০) ও কর্মী মুহাম্মদ তানিম (২৫) নিহত হন।

এর আগে ৮ অক্টোবর, মদুনাঘাট পুলিশ ফাঁড়ির কাছে রাউজানের এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

স্বজনদের অভিযোগ, এসব ঘটনার মূল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি, ফলে স্থানীয়দের মধ্যে বিচারহীনতার ভীতি ও ক্ষোভ বিরাজ করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন