মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

গোপালগঞ্জে যুবদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫:৪০, ২১ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জে যুবদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনের অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ সাময়িকভাবে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি যুবদলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তাদের নির্দেশেই বিজ্ঞপ্তিটি পাঠানো হয় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কমিটিতে।

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে রাশেকুজ্জামান পলাশের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় যুবদলের নজরে এলে তদন্ত শেষে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্তের মাধ্যমে গোপালগঞ্জ যুবদলের সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন কঠোর অবস্থান বজায় রাখার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন