মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

মেহেরপুরে সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৮, ২১ অক্টোবর ২০২৫

মেহেরপুরে সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের উত্তরপাড়া খোকসা গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আলিফ (৯)। সোমবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দাদার বাড়িতে অবস্থানকালে আলিফকে বিষাক্ত সাপ কামড় দেয়। কামড়ের পরপরই পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় ওঝার শরণাপন্ন হন এবং ঝাড়ফুঁক করান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে রাতেই আলিফের মৃত্যু হয়।

নিহত আলিফ স্থানীয় খোকসা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন