মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

অন্তর্বর্তী সরকার দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৩, ২১ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকার দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকারিতা হারিয়ে ‘দুর্বল ও অকার্যকর’ অবস্থায় নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে এবং এ সুযোগে নানা মহল বিশৃঙ্খলা ছড়াতে সক্রিয় হচ্ছে।

সাইফুল হক বলেন, “অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব ছিল আস্থা ফিরিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কিন্তু বরং এমন কিছু উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বিতর্কিত এবং পক্ষপাতদুষ্ট হিসেবে পরিচিত। তাদের উপস্থিতি সরকারকে আরও প্রশ্নবিদ্ধ করছে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিতর্কিত উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ করতে হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করতে হবে।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, জুলাই সনদে যেসব প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে, সেগুলোকেই গণভোটে তোলা উচিত। “অন্য কোনো বিতর্কিত ইস্যু গণভোটে তোলা যাবে না,” তিনি জোর দিয়ে বলেন।

সাইফুল হক আরও বলেন, “আমরা বাস্তবিক পরিবর্তন চাই—যেখানে জনগণই হবে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। সরকার চাইলে এই মুহূর্তেই রাজনৈতিক সমাধানের পথ তৈরি করা সম্ভব, কিন্তু তার জন্য চাই সদিচ্ছা ও অস্বচ্ছ উপদেষ্টা চক্রের প্রভাবমুক্ত উদ্যোগ।”

সংবাদ সম্মেলনে তিনি ২৪ অক্টোবর (শুক্রবার) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ঢাকা সমাবেশ ও গণমিছিল’ কর্মসূচির ঘোষণা দেন। এই কর্মসূচির মধ্য দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের শক্তিকে সংঘবদ্ধ করার আহ্বান জানিয়েছে।

সাইফুল হক সতর্ক করে বলেন, “যদি সরকার একতরফা ও অচল নির্বাচনের পথে যায়, তবে তা দেশের জন্য ভয়াবহ হবে। জনগণের ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক হবে না।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন