পিআর পদ্ধতির নামে নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র করছে: আমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৪, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:১৫, ২১ অক্টোবর ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র চলছে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির আড়ালে। তিনি বলেন, `ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এই নির্বাচন কেউ রুখতে পারবে না। তবে কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ আবার নাশকতা ও ষড়যন্ত্রে লিপ্ত।‘
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ফরিদ উদ্দিন। প্রয়াত ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
আমান বলেন, `জাতীয়ভাবে যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের মধ্যে যদি অনৈক্য দেখা দেয়, তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করতে চাইছে। আমি আহ্বান জানাব, সবাইকে এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে।‘
তিনি আরও বলেন, `ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। তার দোসররা দেশে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনা ঘটাচ্ছে। শাহজালাল বিমানবন্দরসহ বিভিন্ন স্থানের আগুন লাগার ঘটনাগুলো এই পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র।‘
আমান উল্লাহ আমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, `ফ্যাসিস্টদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তারা যাতে আর নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে।‘
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, `তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে—আমরাও তাই বিশ্বাস করি। জনগণ সেই নির্বাচনের জন্য প্রস্তুত। যারা এই নির্বাচন বানচাল করতে যাবে, জনগণই তাদের রুখে দেবে।‘
শেষে বিএনপি এই উপদেষ্টা সকল বিরোধী রাজনৈতিক দলকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, `ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর রাখতে হবে। এই লড়াই বাংলাদেশকে মুক্ত করার লড়াই।‘