সিটি করপোরেশন হচ্ছে সাভার, পৌরসভা কেরানীগঞ্জ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৩, ২১ অক্টোবর ২০২৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ছবি: সংগৃহীত
সাভার পৌরসভা ও আশুলিয়া অঞ্চলকে একত্র করে ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে কেরানীগঞ্জ পৌরসভাকে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত করা অথবা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকারের কাঠামোকে আরও কার্যকর ও নাগরিকসেবামুখী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাভার ও আশুলিয়া দ্রুত বর্ধনশীল নগরায়িত অঞ্চল হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্য ও শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। ফলে সিটি করপোরেশনের আওতায় এনে সুশাসন, সেবা ও অবকাঠামো উন্নয়নে গতি আনা হবে।
সরকারি এই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার প্রশাসনিক পরিধি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে কেরানীগঞ্জের নাগরিকরা দক্ষিণ সিটি করপোরেশনের সমমানের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।