ইউক্রেনকে ১০০ রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স
ফ্রান্স ইউক্রেনকে সহায়তা দিতে যে নতুন প্রতিরক্ষা চুক্তি করেছে, তা দুই দেশের সম্পর্কের গতিপথই বদলে দিতে পারে। সোমবার (১৭ নভেম্বর) ফ্রান্সের ভিল্লাকুব্লে শহরের সামরিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় আগামী দশ বছরে কিয়েভ পাবে একশটিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান, অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, গোলাবারুদ এবং ড্রোন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এ সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।