ফ্রান্সে বাজেট কাটছাঁটের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ
ফ্রান্সে আবারও অস্থিরতা দেখা দিয়েছে আসন্ন বাজেট কাটছাঁটকে কেন্দ্র করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশজুড়ে অন্তত ২৪০টি স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী প্যারিস থেকে শুরু করে ডিজঁ, মেটজ, পয়তিয়ে ও মন্টপেলিয়ার শহর পর্যন্ত ছড়িয়ে পড়ে এই আন্দোলন।