বিশ্বকাপ বাছাই
আজ মুখোমুখি ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৪৯, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:১৮, ১৩ অক্টোবর ২০২৫

ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপীয় অঞ্চলের ম্যাচে আজ রাতে উত্তেজনায় ভরপুর ফুটবল দুনিয়া। একসঙ্গে মাঠে নামছে মহাদেশের তিন শক্তিশালী দল—ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম।
ফ্রান্স বনাম আইসল্যান্ড
গ্রুপ ‘ডি’-এর ম্যাচে রাতে আইসল্যান্ডের আতিথ্য নেবে ফ্রান্স। শতভাগ জয় ধরে রেখে দিদিয়ের দেশমসের দলটি এখন দুর্দান্ত ছন্দে। তবে ইনজুরির কারণে কিছুটা বিপাকে বিশ্বচ্যাম্পিয়নরা। দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা কিলিয়ান এমবাপ্পে পড়েছেন ডান পায়ের অ্যাঙ্কেল ইনজুরিতে।
তার সঙ্গে ওসমান ডেম্বেলে, বারকোলা, মার্কোস থুরাম ও ডেসরি ডুয়োরাও মাঠের বাইরে। কার্ড জটিলতায় খেলতে পারবেন না শুয়ামিনিও। তা সত্ত্বেও ফেভারিট ফ্রান্সই।
জার্মানি বনাম নর্দান আয়ারল্যান্ড
একই রাতে গ্রুপ ‘এ’-এর ম্যাচে জার্মানি নামবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচে দুটি জয়ের মাধ্যমে ভালো অবস্থানে আছে নাগেলসম্যানের দল। আইরিশরাও সমান জয় নিয়ে লড়াইয়ে টিকে আছে, তবে ফেভারিট জার্মানি।
প্রথম লেগে জার্মানি ৩-১ গোলে হারিয়েছিল প্রতিপক্ষকে। এবারও ইনজুরি সমস্যা তেমন নেই, তবে পুরনো চোটে মাঠের বাইরে রয়েছেন জামাল মুসিয়ালা, কাই হ্যাভেটস, অ্যান্টনিও রুডিগার ও টের স্টেগেন।
বেলজিয়াম বনাম ওয়েলস
‘জে’ গ্রুপের ম্যাচে কার্ডিফে ওয়েলসের মুখোমুখি হবে বেলজিয়াম। ম্যাচটি উভয় দলের জন্য সমান গুরুত্বপূর্ণ, কারণ জয়ী দল সরাসরি উঠে যাবে গ্রুপ টেবিলের শীর্ষে। কেভিন ডি ব্রুইন ও লুকাকুর মতো তারকা থাকা সত্ত্বেও বেলজিয়ামকে ঘরের মাঠের দর্শকদের সামনে কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে ওয়েলস।
আজ রাত পৌনে ১টায় শুরু হবে এই তিনটি ম্যাচ—যেখানে এক রাতেই ইউরোপের তিন জায়ান্টের ভাগ্য নির্ধারণ হতে পারে।