বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ফ্রান্সের কোচ হতে আগ্রহী জিদান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:২৩, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০৬, ১৪ অক্টোবর ২০২৫

ফ্রান্সের কোচ হতে আগ্রহী জিদান

জিনেদিন জিদান। ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়ার কিংবদন্তি জিনেদিন জিদান ফের মাঠে ফিরতে চান—তবে খেলোয়াড় নয়, কোচ হিসেবে। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর দীর্ঘদিন কোচিং থেকে বিরতি নেওয়া জিদান এবার স্পষ্ট জানালেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার আকাঙ্ক্ষা তার এখনও অটুট।

বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স দল। এমবাপে, দেম্বেলে, গ্রিজমানরা টানা জয় তুলে নিচ্ছেন একের পর এক ম্যাচে। তবে কোচ দিদিয়ের দেশঁম আগেই ঘোষণা দিয়েছেন—২০২৬ সালের বিশ্বকাপের পর তিনি দায়িত্ব ছাড়বেন। আর ঠিক এই সময়েই জিদানের নাম নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে জিদান বলেন, “আমি নিশ্চিত, আবার কোচিংয়ে ফিরব। খুব শিগগিরই হবে কি না, জানি না, তবে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করাই আমার স্বপ্ন।”

তিনি আরও বলেন, একজন কোচের মনোভাব, খিদে এবং জয়ের ইচ্ছা পুরো দলের পারফরম্যান্সের প্রায় ৮০ শতাংশ নির্ধারণ করে দেয়। আমি আমার অভিজ্ঞতা ও ফুটবলের প্রতি ভালোবাসা ভাগ করে নিতে চাই নতুন প্রজন্মের সঙ্গে

জিদানের কোচিং কেরিয়ার

রিয়াল মাদ্রিদেই শুরু ও শেষ—এই ক্লাবের সঙ্গেই জিদানের কোচিং কেরিয়ার যেন এক ইতিহাস। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন রিয়ালকে।

জিদানের অধীনে রিয়াল খেলেছে ২৬৩ ম্যাচ, যার মধ্যে ১৭২টিতেই জয়। দলটি জিতেছে দুটি লা লিগা, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ।

বিশ্বকাপের আগেই যদি দেশঁম অবসর নেন, তাহলে ফ্রান্স ফুটবল ফেডারেশন যে প্রথমেই জিদানের দিকেই তাকাবে—এ নিয়ে কারও সন্দেহ নেই।

দেশঁমের পর জিদান হলে ফ্রান্স পাবে এক কিংবদন্তি খেলোয়াড়ের অভিজ্ঞতা ও নেতৃত্ব। ফুটবলবিশ্ব তাই এখন অপেক্ষায়—জিদান কি ফিরবেন নীল জার্সির ছায়াতলে?

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু