বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

শেষমেষ হেরে গেল বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৩:৩৫, ১৪ অক্টোবর ২০২৫

শেষমেষ হেরে গেল বাংলাদেশ নারী দল

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হারের স্বাদ পেল বাংলাদেশ। ইনিংসের মাত্র তিন বল বাকি থাকতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় প্রোটিয়া নারীরা।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৩২ রান—যা বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

মাত্র ১৮ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণা আক্তার বাংলাদেশের ইনিংসকে নতুন উচ্চতায় নিয়ে যান। ৩৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে তিনি হাঁকান তিনটি চার ও তিনটি ছক্কা। এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড, পাশাপাশি দেশের ইতিহাসে দ্রুততম অর্ধশতকও।

শেষ পাঁচ ওভারে বাংলাদেশ যোগ করে ৫৭ রান—যেখানে স্বর্ণার সঙ্গে রিতু মনির (৮ বলে ১৯) ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস ইনিংসের গতিপথ বদলে দেয়।
ইনিংসের শুরুতে শারমিন আক্তার (৫০ বলে ৭৭) এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪২ বলে ৩২) মিলে গড়ে তোলেন ৭৭ রানের তৃতীয় উইকেট জুটি।
ফারজানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫)-ও কার্যকর ভূমিকা রাখেন ব্যাট হাতে।

দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো ম্লাবা (২/৪২) নিয়ন্ত্রিত বোলিং করেন, ক্লোয়ি ট্রায়ন ও নাডিন ডি ক্লার্ক পান একটি করে উইকেট।

চেজে নেমে দলীয় ৭৮ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, তখন জয়ের প্রবল সম্ভাবনা জাগে বাংলাদেশ শিবিরে। কিন্তু অভিজ্ঞ মারিজানে কাপ (৭১ বলে ৫৬) ও ক্লোয়ি ট্রায়ন (৬৯ বলে ৬২) দৃঢ় ব্যাটিংয়ে দলকে টেনে তোলেন।
শেষদিকে নাডিন ডি ক্লার্ক ২৯ বলে অপরাজিত ৩৭ রানে জয়ের বন্দরে পৌঁছে দেন প্রোটিয়াদের।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২ উইকেট নেন, তবে শেষ মুহূর্তে দলের আশা পূরণ হয়নি।

এই ম্যাচে বাংলাদেশ নারী দল একাধিক রেকর্ড গড়ে—
বিশ্বকাপে তাদের সর্বোচ্চ দলীয় রান (২৩২)।
স্বর্ণা আক্তারের দ্রুততম অর্ধশতক ও সর্বাধিক ছক্কার ইনিংস।
শেষ পাঁচ ওভারে দলের সর্বাধিক রানসংগ্রহ (৫৭)।

পরাজয় সত্ত্বেও এই ম্যাচে বাংলাদেশের মেয়েরা লড়াইয়ের মানসিকতা ও প্রতিশ্রুতির দৃষ্টান্ত রেখে গেল, যা আগামীর ম্যাচগুলোয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু