রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

ফ্রান্সের সংকট কাটছেনা

৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করবেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২২, ৯ অক্টোবর ২০২৫

৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করবেন ম্যাক্রোঁ

ফাইল ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন বলে জানিয়েছে এলিসি প্রাসাদ। দেশজুড়ে জোরালো গুঞ্জন চলছে—রাজনৈতিক অচলাবস্থা কাটাতে কি নতুন নির্বাচনের পথে হাঁটবে ফ্রান্স? তবে প্রাসাদ জানিয়েছে, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই।

এর আগে বুধবার বিদায়ী প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর পার্লামেন্ট ভেঙে দেওয়ার সম্ভাবনা “ধীরে ধীরে কমছে”। 
তিনি বলেন, “সংসদে এখনো এমন একটি সংখ্যাগরিষ্ঠতা আছে, যারা নতুন নির্বাচন চায় না

মাত্র এক বছরেরও কম সময়ে ফ্রান্সের তিনজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। মিশেল বার্নিয়ার ও ফ্রাঁসোয়া বাইরু আত্মবিশ্বাস ভোটে পরাজিত হয়ে বিদায় নেন, আর সর্বশেষ লেকর্নু পদত্যাগ করেন সোমবার। তার পর ম্যাক্রোঁ তাঁকে অনুরোধ করেন দুই দিনের জন্য দায়িত্বে থাকতে, যাতে দলগুলোর মধ্যে অন্তত বাজেট নিয়ে ঐকমত্য গড়ে তোলা যায়।

লেকর্নু টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, তার কাজ “শেষ হলেও” তিনি নিজেকে সম্পূর্ণভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ দেননি। তিনি সতর্ক করেন,
“যে সরকারই আসুক, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের উচ্চাভিলাষ থেকে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হবে।”

বাজেট সংকট ও ৩.৪ ট্রিলিয়ন ইউরোর ঋণ
ফ্রান্সের বর্তমান জাতীয় ঋণ দাঁড়িয়েছে ৩.৪ ট্রিলিয়ন (প্রায় ১১৪% জিডিপি)—যা ইউরোজোনে গ্রিস ও ইতালির পর তৃতীয় সর্বোচ্চ। এই ঋণ মোকাবিলা করাই নতুন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। বার্নিয়ার ও বাইরু উভয়েই ব্যয় সংকোচনমূলক বাজেট উপস্থাপন করে সংসদে পরাজিত হয়েছিলেন। লেকর্নু জানান, তার প্রণীত বাজেট আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে এবং “আলোচনার জন্য উন্মুক্ত থাকবে”।

পেনশন সংস্কার আবার আলোচনায়
২০২৩ সালের বিতর্কিত পেনশন সংস্কার আইন আবারও আলোচনায় আনতে চান লেকর্নু। তবে সংসদের বামপন্থী দল ফ্রান্স আনবাউড এর নেত্রী মাথিল্ড পানো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “একমাত্র সমাধান ম্যাক্রোঁর পদত্যাগ ও ক্ষমতা থেকে সরে যাওয়া।”
অন্যদিকে মেরিন লে পেন ঘোষণা দিয়েছেন, নতুন সরকার গঠিত হলেও তাঁর দল সেটিকে “অবশ্যই ভোটে নামাবে”।

ফ্রান্সের রাজনীতিতে এখন বিভাজন এতটাই তীব্র যে কারা নতুন সরকারকে সমর্থন দেবে তা স্পষ্ট নয়। গত বছর পর্যন্ত যে মধ্যপন্থী ও রিপাবলিকান জোট সরকার ক্ষমতায় ছিল, সেটিও ভেঙে গেছে। এমন অবস্থায় ম্যাক্রোঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ—সংসদে স্থিতিশীল সমর্থন আদায় করা।

এমনকি তার ঘনিষ্ঠ সহযোগী গ্যাব্রিয়েল আতালও বলেছেন,“আমি এখন আর প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে বুঝতে পারছি না।”
লেকর্নু অবশ্য মনে করেন,এখনই প্রেসিডেন্ট বদলানোর সময় নয়; ফ্রান্সের প্রয়োজন স্থিতিশীল নেতৃত্ব।

ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা এখন চরমে। আগামী ৪৮ ঘণ্টায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সিদ্ধান্তই নির্ধারণ করবে—দেশ নতুন প্রধানমন্ত্রী পাবে, না কি আরও গভীর সংকটে পড়বে ইউরোপের এই প্রভাবশালী গণতন্ত্র।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক