ভারত তালেবানদের ‘পৃষ্ঠপোষকতা’ করছে, অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পেছনে ‘তৃতীয় পক্ষের প্রভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার দাবি, আফগান তালেবানদের নীতিগত ও সামরিক সিদ্ধান্তে ভারতের ‘পৃষ্ঠপোষকতা’ রয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন,“আমি যুদ্ধবিরতি নিয়ে সন্দিহান। তালেবানদের সিদ্ধান্তগুলো দিল্লির নির্দেশে পরিচালিত হচ্ছে। কাবুল এখন ভারতের হয়ে এক ধরনের ছায়াযুদ্ধ চালাচ্ছে।”
তিনি আরও ইঙ্গিত দেন, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ভারত সফরে “গোপন চুক্তি বা পরিকল্পনা” হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে ওই সফরকে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান করাচি বন্দর থেকে আফগান ট্রানজিট ট্রেডের আওতায় পণ্য পরিবহন সাময়িক স্থগিত করেছে। পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে, যার পরিপ্রেক্ষিতে বন্দর টার্মিনালগুলোতে কন্টেইনার খালাসের কাজও বন্ধ রয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসলামাবাদ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কায়।
খাজা আসিফের মন্তব্যে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে ভারতের উপস্থিতি বরাবরই পাকিস্তানের জন্য সংবেদনশীল ইস্যু। তালেবান সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়লে ইসলামাবাদের কৌশলগত ভারসাম্য আরও নড়বড়ে হতে পারে।