ফের ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০২:৪৬, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:৩৮, ১১ অক্টোবর ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ আবারও সেবাস্তিয়ান লেকোর্নুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। মাত্র চার দিন আগে পদত্যাগ করা লেকোর্নু আবার নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ফ্রান্সে বাজেট পাস নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দিনভর আলোচনা ও দরকষাকষির পর মাক্রোঁ এ সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এই রাজনীতিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘গণপ্রজাতন্ত্রের প্রেসিডেন্ট যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা আমি দায়িত্ববোধ থেকেই গ্রহণ করছি। বছরের শেষ নাগাদ ফ্রান্সকে একটি বাজেট দিতে হবে এবং জনগণের দৈনন্দিন সমস্যাগুলো সমাধানে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই রাজনৈতিক সংকটের অবসান ঘটানো জরুরি। কারণ এটি শুধু ফরাসিদের মধ্যে হতাশা তৈরি করছে না, বরং দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে।’
গত সেপ্টেম্বরে মাক্রোঁর হাত ধরে প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন লেকোর্নু। কিন্তু বাজেট পাসে ব্যর্থতা ও সংসদে বিরোধী দলগুলোর চাপের মুখে তিনি সোমবার (৬ অক্টোবর) পদত্যাগ করেন। ফ্রান্সে বর্তমানে ঋণ সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রশাসন কার্যত অচলাবস্থার মুখে।
মাক্রোঁর এই পুনর্নিয়োগে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, দেশকে অচলাবস্থা থেকে বের করতে হলে প্রেসিডেন্টের উচিত নতুন করে সংসদ নির্বাচন ঘোষণা করা বা নিজে পদত্যাগ করা।
বিশ্লেষকদের মতে, গত বছর মাক্রোঁর ডাকা আগাম নির্বাচনে সংসদ ঝুলন্ত অবস্থায় পড়ে এবং চরম দক্ষিণপন্থিদের আসন সংখ্যা বেড়ে যায়। এর ফলে সরকার কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারায়। এখন লেকোর্নুর পুনরায় ক্ষমতায় আসা ফ্রান্সের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলে দেবে।
সূত্র : আলজাজিরা