পারমাণবিক প্রশাসনের ১৪০০ কর্মীকে অবৈতনিক ছুটিতে পাঠাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:৫০, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৭, ২১ অক্টোবর ২০২৫

চতুর্থ সপ্তাহে গড়িয়েছে যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এর প্রভাব এবার পড়েছে দেশটির পারমাণবিক খাতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের (NNSA) প্রায় ১,৪০০ কর্মীকে অবৈতনিক ছুটিতে পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ছুটিতে পাঠানো কর্মীদের পাশাপাশি জননিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ৪০০ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তবে কর্মী সংকটের কারণে পারমাণবিক স্থাপনাগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, ডেমোক্র্যাটদের বিরোধিতায় শুরু হওয়া এ শাটডাউন ইতোমধ্যেই ২০ দিন ধরে চলছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ পূর্ণাঙ্গ সরকারি শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছে।
‘বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’–এর তথ্যানুসারে, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে ৫,১৭৭টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে ১,৭৭০টি অস্ত্র মোতায়েন অবস্থায় আছে।
এনএনএসএ ৬০ হাজার ঠিকাদার প্রতিষ্ঠানের তদারকি করে এবং দেশের পারমাণবিক অস্ত্রের নকশা, উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করে।
সিএনএন জানিয়েছে, ছুটির প্রভাব প্রথমেই পড়বে টেক্সাসের পানটেক্স এবং টেনেসির ওয়াই–১২ কমপ্লেক্সে, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ হয়।
বিশেষজ্ঞদের মতে, প্রশাসনিক অচলাবস্থা অব্যাহত থাকলে জাতীয় নিরাপত্তা, গবেষণা প্রকল্প ও প্রতিরক্ষা খাতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।