মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

ফিলিস্তিনের ৭০ হাজার বর্গমিটার জমি দখল ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪৮, ২১ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের ৭০ হাজার বর্গমিটার জমি দখল ইসরায়েলের

ফিলিস্তিনের মধ্য-পূর্বাংশের এলাকা পশ্চিম তীরে নতুন করে ৭০ হাজার বর্গমিটার জমি দখল করেছে ইসরায়েল। নাবলুস প্রশাসনিক এলাকায় সামরিক ও নিরাপত্তা আদেশের মাধ্যমে এই জমি দখল করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ‘কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন’।

রবিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, নাবলুসের কয়েকটি গ্রামের জমি দখল করে সেখানে এলি বসতির চারপাশে একটি বাফার জোন তৈরির পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল ৫৩টি সামরিক দখল আদেশ জারি করেছে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ১৯৬৭ সাল থেকে ইসরায়েল পশ্চিম তীরে অন্তত ৭১০টি বসতি ও সামরিক চৌকি স্থাপন করেছে। গড়ে প্রতি ৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে একটি করে বসতি নির্মিত হয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনবিরোধী ঘোষণা করেছে। জাতিসংঘ বারবার সতর্ক করে আসছে, বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যত অসম্ভব হয়ে পড়বে।

গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক পরামর্শমূলক রায়ে বলেছিল, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ। আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি উচ্ছেদের আহ্বান জানিয়েছিল।

ফিলিস্তিনি স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত এক হাজার ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজার ৩০০ জনের বেশি, আর গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ, যার মধ্যে রয়েছে ১ হাজার ৬০০ শিশু।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন