সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

ভূমধ্যসাগরে নৌকা ডুবে তিন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২০-এর

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৯:৫৯, ২০ অক্টোবর ২০২৫

ভূমধ্যসাগরে নৌকা ডুবে তিন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২০-এর

ভূমধ্যসাগরের ভয়ংকর ঢেউ আবারও কেড়ে নিল বহু প্রাণের আশা। গত তিন দিনে ইউরোপগামী একাধিক নৌকা ডুবে অন্তত তিনজন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ২০ জনেরও বেশি। মৃতদের মধ্যে রয়েছেন এক সন্তানসম্ভবা নারী।

জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফের ইতালি কান্ট্রি কো-অর্ডিনেটর নিকোলা দেল’আর্চিপ্রেতে জানান, শুক্রবার ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে ডুবে যায় একটি নৌকা, যাতে ৩৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।

ইতালির কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে ১১ জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে চারজন শিশু। ভয়াবহ তথ্য হলো—এই চার শিশু একাই ছিল, তাদের সঙ্গে কোনো অভিভাবক ছিল না। উদ্ধার হওয়া মরদেহটি ছিল একজন সন্তানসম্ভবা নারীর, যিনি সম্ভবত দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার পর মারা যান।

দ্বিতীয় ঘটনায় ৮৫ জন উদ্ধার, নৌকায় দুইজনের মরদেহ

রবিবার ভূমধ্যসাগরে ভাসমান আরও একটি নৌকা থেকে ৮৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। ওই নৌকার যাত্রীরা ছিলেন পাকিস্তান, ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। উদ্ধারকাজে অংশ নেয় ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।
তবে অভিযান চলাকালে নৌকার নিচের অংশ থেকে দুইজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, শ্বাসনালীতে পেট্রোল ঢুকে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ ১৪ জনকে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে তিনজনকে কৃত্রিমভাবে শ্বাস দেওয়া হচ্ছে।

 উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর পরিসংখ্যান

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন অন্তত ৩২ হাজার ৭০০ অভিবাসনপ্রত্যাশী। মৃতদের মধ্যে প্রতি পাঁচজনের একজন শিশু বলে অনুমান করছে জাতিসংঘ।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শুধু চলতি বছরেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটে মৃত্যু হয়েছে ৯১৬ জন অভিবাসীর।

মানবিক বিপর্যয় ঘনীভূত

ইউনিসেফ কর্মকর্তা দেল’আর্চিপ্রেতে বলেন, ‘প্রতিদিনই সমুদ্র আমাদের শিশুদের জীবন কেড়ে নিচ্ছে। ইউরোপে নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

মানবাধিকার কর্মীরা বলছেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষ দারিদ্র্য ও অস্থিরতা থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর মরিয়া চেষ্টা করছেন। কিন্তু ভূমধ্যসাগর এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন