জুলাই সনদের প্রশংসা কানাডার
গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৩৫, ২০ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
বাংলাদেশের জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রশংসা করেছে কানাডা। সেই সঙ্গে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের পাশে থাকার সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সোমবার (২০ অক্টোবর) হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্তে করেন।
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন এবং সনদে স্বাক্ষর করেন। সেদিন ২৪টি ও পরে আরও একটি-সবমিলে ২৫টি রাজনৈতিক দল ও দলের জোট প্রতিনিধিরা এই সনদে স্বাক্ষর করে।
বিবৃতিতে কানাডার হাইকমিশনার বলেন, ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ায় কানাডা বাংলাদেশের পাশে রয়েছে।’
অজিত সিং বলেন, ‘মূল গণতান্ত্রিক সংস্কারগুলো বাস্তবায়নের রূপরেখা ‘জুলাই সনদ’- এ দেওয়া হয়েছে যা জাতীয় ঐক্য, জবাবদিহিতা ও স্বচ্ছ শাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রতিশ্রুতিকে তুলে ধরে।’