আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
ভোটের মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৭, ২০ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি বৈঠকে। আগে কমিশনের পরিকল্পনায় ছিল পাঁচ দিনের জন্য বাহিনী মাঠে রাখার, তবে নতুন প্রস্তাবে সময় বাড়ানো হয়েছে তিন দিন।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, “ইসির এবার ভোটে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”
সচিব জানান, কমিশনের পরিকল্পনা অনুযায়ী ভোটের আগে তিন দিন, ভোটের দিন এবং ভোটের পরে চার দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
ইসির কর্মকর্তারা জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসি। সে অনুযায়ি তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
এর আগে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মাঠে ছিল ৮ দিন, যাতায়াতের জন্য অতিরিক্ত ৫ দিন সময় নিয়েছিল তারা। আর একাদশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিল ১০ দিন।
এসময় ইসি সচিব আরও জানান, ভোটের সময় এআই প্রযুক্তির অপব্যবহার রোধে কৌশল নেওয়া হবে এবং ড্রোন ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা রয়েছে।
এছাড়া মাঠে থাকা পুলিশের সঙ্গে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা কোনো উদ্বেগ প্রকাশ করেননি। নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনের বাজেটের উপর নির্ভর করবে।”
বৈঠকটি সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টা ধরে চলে। বৈঠক থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া না হলেও অংশগ্রহণকারীরা নির্বাচনকালে নিরাপত্তা জোরদারে একমত হন।