সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

দেশে নির্বাচনের পরিবেশ রয়েছে

সেনাবাহিনী নামবে এক লাখ সদস্য নিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৭, ২০ অক্টোবর ২০২৫

সেনাবাহিনী নামবে এক লাখ সদস্য নিয়ে

দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সচিব  বলেন,“দেশে অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে। সেটাই আরও সুসংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটি চলমান থাকবে।”

ইসি সচিব জানান, নির্বাচনে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সেনাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাড়ে পাঁচ থেকে ছয় লাখ আনসার সদস্য মাঠে থাকবেন। তিনি বলেন, “ক্যাটারাইজেশনের পর সংখ্যা আরও সুনির্দিষ্ট হবে এবং পরিস্থিতি আরও স্মুথ হবে।”

বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের মধ্যে ছিলেন—আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ,লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি,এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, বিমানবাহিনী প্রতিনিধি, রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, নৌবাহিনী প্রতিনিধি, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, মহাপরিচালক, এনএসআই, মেজর জেনারেল জাহাঙ্গীর আলম (মহাপরিচালক, ডিজিএফআই) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ( মহাপরিচালক, বিজিবি), মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (মহাপরিচালক, আনসার ও ভিডিপি), রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক (মহাপরিচালক, কোস্টগার্ড), মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, (মহাপরিচালক, এনটিএমসি) এ কে এম শহিদুর রহমান( মহাপরিচালক, র‍্যাব) জি এম আজিজুর রহমান (অতিরিক্ত আইজিপি ,এসবি), মো. ছিবগাত উল্ল্যাহ, (অতিরিক্ত আইজিপি ,সিআইডি)।

ইসি সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনী, আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। কমিশন মনে করছে, সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয় থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন