সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনারে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৩, ২০ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনারে অবস্থান

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি প্রজ্ঞাপনে ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নবম দিনের মতো আজও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক-কর্মচারীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়েছেন। তাদের দাবি—‘বাড়িভাড়া ভাতা মূল বেতনের অন্তত ২০ শতাংশ করতে হবে’, পাশাপাশি শিক্ষাকে জাতীয়করণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এর আগে রবিবার পুলিশের বাধার মুখে শিক্ষকরা ‘ভুখা মিছিল’ কর্মসূচি শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এসে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।

শিক্ষক ঐক্যজোট ও শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, সরকার তাঁদের দাবি মানা না পর্যন্ত আন্দোলন চলবে। তাঁরা বলেন, “এই সামান্য ৫ শতাংশ বৃদ্ধি শিক্ষকদের জীবিকা নির্বাহের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আমরা মর্যাদার লড়াই করছি, দয়া নয়।”

এদিকে, শিক্ষকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন। তাঁরা জানিয়েছেন, “দেশের শিক্ষকদের প্রতি রাষ্ট্রের ন্যায্য দায়িত্ব পালনে অবহেলা মেনে নেওয়া যায় না।”

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, “আমাদের পেটে ভাত নেই, তবু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্লাসে যাই। সরকার আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল না হলে এই অনশন সর্বাত্মক আন্দোলনে রূপ নেবে।”

শিক্ষক নেতারা জানিয়েছেন, তিন দফা দাবি মেনে নতুন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন