সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

জামায়াতকে নিয়ে কি বললেন রুমিন ফারহানা

সমাকাল ডেস্ক

প্রকাশ: ১২:৫৭, ২০ অক্টোবর ২০২৫

জামায়াতকে নিয়ে কি বললেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা সম্প্রতি জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, “জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক— দৃশ্যমান থাকে এক, কিন্তু অদৃশ্য থাকে আরেক।”

একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপি, এনসিপি বা আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলোর কথাবার্তা ও কার্যক্রমের মধ্যে অন্তত একটা ভারসাম্য দেখা যায়। কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটির সম্পূর্ণ ব্যতিক্রম লক্ষ্য করা যায়।

তার ভাষায়, “জামায়াতে ইসলামী কী বলছে আর কী করছে, তার মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। তারা দৃশ্যমানভাবে এক ধরনের রাজনীতি করে, অথচ আড়ালে অন্য হিসাব কষে।”

প্রসঙ্গক্রমে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতীক সংকট নিয়েও মন্তব্য করেন। রুমিন ফারহানার মতে, গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন এই দলটি মানুষের দোয়া ও সমর্থন অর্জন করলেও “শাপলা প্রতীক” নিয়ে তাদের অনড় অবস্থান অনেকটা কৌশলগত ভুলের ইঙ্গিত দিচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, “শাপলা প্রতীক পেলেই কি ভোট বেশি পাওয়া যাবে, কিংবা জয়ের সম্ভাবনা বাড়বে? আসল বিষয় তো তা নয়। রাজনৈতিক প্রতীক তখনই ব্র্যান্ডে রূপ নেয়, যখন দীর্ঘদিনের কর্মকাণ্ডের মাধ্যমে দলের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস গড়ে ওঠে।”

বিএনপির এই নেত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে “নৌকা” ও “ধানের শীষ”—এই দুটি প্রতীকই মানুষের মননে গভীরভাবে প্রোথিত। কিন্তু “শাপলা” এখনো তেমনভাবে মানুষের মনে জায়গা তৈরি করতে পারেনি।

তার মতে, “একটা দল যদি সময়ের সঙ্গে কাজ ও বিশ্বাসযোগ্যতার পরিচয় দিতে পারে, তখন তার প্রতীকও ধীরে ধীরে ব্র্যান্ডে পরিণত হয়। কিন্তু প্রতীকের জোরে বিশ্বাস তৈরি হয় না; বিশ্বাস থেকেই প্রতীকের শক্তি আসে।”

রুমিন ফারহানা সতর্ক করে বলেন, যদি এনসিপি তাদের কাঙ্ক্ষিত প্রতীক না পায়, তবে তা নির্বাচনের আগেই পরাজয়ের ইঙ্গিত হয়ে দাঁড়াবে। “এই পরাজয় কিন্তু তারা নিজেরাই বরণ করে নেবে,” মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন