জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪:১২, ২০ অক্টোবর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ শব্দটি কেবল প্রাণ উৎসর্গের প্রতীক নয়—এটি একটি জাতির মুক্তির প্রতিজ্ঞা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন স্বাধীনতার আন্দোলন ছিল, তেমনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবন দিয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, `রাজধানী থেকে দূরের এক ধানের ক্ষেতের পাশে ঘুমিয়ে আছে তায়িম। সে কারও জমি দখলের জন্য নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকারে আন্দোলনে নেমেছিল। তার আত্মত্যাগ যেন মানুষ কখনো না ভোলে।‘
তিনি আরও বলেন, শহীদ তায়িমের মা আজও শোক বুকে বাঁচছেন, কিন্তু তার সন্তানের ত্যাগ জাতির গৌরব। `গণতন্ত্রের জন্য তায়িমরা এখনো প্রস্তুত,’—যোগ করেন রিজভী।
কবর জিয়ারত শেষে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে রিজভী শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
কবর জিয়ারতের পর রিজভী কুমিল্লার চৌদ্দগ্রামে দৃষ্টিহীন শিল্পী জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সম্প্রতি সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জাহাঙ্গীর আলমের গানের ভিডিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরে তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি ওই শিল্পীর খোঁজ নেয় এবং সহায়তার উদ্যোগ নেয়।