সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলেন নেতাদের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩২, ২০ অক্টোবর ২০২৫

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলেন নেতাদের সাক্ষাত

জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস–এর বিশেষ আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল ঢাকাস্থ জার্মান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে জার্মান–বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধি দল জার্মানিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা করেন এবং বলেন, “গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে এই পদ্ধতি উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয়।”

এর জবাবে রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন,“বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে।”
বৈঠকে প্রতিনিধি দল বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ায় জার্মান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন, তবে সময়ের অভাবে এখনো তা সম্ভব হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই এ সফর বাস্তবায়িত হবে।

এছাড়া ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে চরমোনাই মাহফিলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। তারা অবহিত করেন যে, কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য (এমপি) ঐ মাহফিলে অংশগ্রহণ করেছিলেন।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন —দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, আন্তর্জাতিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সাজল, , আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব  মো. রাজন সিকদার।
বৈঠক শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন