অসৎ ও ধান্দাবাজদের ভোটে জবাব দিতে হবে: মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১৪, ২০ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে।’
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন, “জুলাই সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার নতুন সূচনা ঘটেছে। আমাদের লক্ষ্য হবে—এই পরিবর্তনের ধারাকে টিকিয়ে রাখা এবং ভোটের মাধ্যমে অসৎ, ধান্দাবাজ ও ক্ষমতালোভীদের জবাব দেওয়া।
তিনি বলেন, “আমাদের দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার জন্য লড়াই করছে। এখন সেই পরিবর্তনের বাস্তব সুযোগ তৈরি হয়েছে। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমাদের সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে। রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা নিতে হবে, কারণ জাতির সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশা জেগেছে।”
মান্না আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই শুধু রাজনৈতিক নয়—এটা নৈতিক ও সামাজিক দায়িত্বও। আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে দেশবাসী একটি বিশ্বাসযোগ্য নির্বাচন পায় এবং সেই নির্বাচনের মাধ্যমে নতুন আস্থার ভিত্তি গড়ে ওঠে।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও আইনজীবী ড. মো. হেলাল উদ্দিন, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, গণঅধিকার পরিষদের নেতা হাবিবুর রহমান রিজু, লেখক ও গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক আলাউদ্দিন কামরুল, গবেষক আয়েশা সিদ্দিকা, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার ও সাংবাদিক সাদেক রহমানসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়। এই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।