জামায়াতে ইসলাম মানেই ইসলাম ধর্ম নয়: আলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৬, ২০ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলাম মানেই ইসলাম ধর্ম নয়- বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, ’জামায়াতে ইসলাম মানে পূজার সময় পূজামণ্ডপে গিয়ে গীতা পাঠ করা। জামায়াতে ইসলাম একসময় হিন্দুদের নিয়ে একটি শাখা গঠন করেছিল, পরে সেটি বাতিল করে। এখন তারা এনসিপির সঙ্গে জোট করছে- সেটা নিয়েও নতুন এক নোংরামি শুরু হয়েছে।’
সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালকদলের একাংশ আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
এসময় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশের মানুষ বারবার যুদ্ধ করেছে- কখনও স্বাধীনতার জন্য, কখনও ভোট ও ভাতের অধিকারের জন্য। কিন্তু এখনো মুক্তিযুদ্ধ শেষ হয়নি। দেশের মানুষ এখনো বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে মুক্তি পেতে সংগ্রাম করছে।
এ সময় আলাল বলেন, তরুণদের রাজনৈতিক দল এনসিপি সম্প্রতি বলেছে জামায়াতে ইসলাম প্রতারক, আর জামায়াত বলেছে নাহিদ ইসলামের বক্তব্য কাঙ্ক্ষিত নয়।
তিনি আরও বলেন, ‘মুখে এক কথা, মনে আরেক কথা— এমন রাজনীতি এখন দেশে চলছে। একদিকে তারা আন্দোলনের কর্মসূচি দেয়, অন্যদিকে জুলাই সনদে স্বাক্ষর করে আসে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ শুধু ভোটের জন্য লড়াই করেনি। এই লড়াইটা ছিল বিভিন্ন প্রত্যাশার সংমিশ্রণ। যে সব মানুষ এই সংগ্রামে প্রাণ দিয়েছে, তারা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
গণতন্ত্র নিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র এক ফুল নয়, বরং ফুলের বাগান। আদর্শে মতভিন্নতা থাকবে, সেটাই সৌন্দর্য। কিন্তু যদি আমরা মতভিন্নতাকে হিংসায় পরিণত করি, তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে।’
তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরে দলের নেতৃত্ব দেন, সেই প্রত্যাশা জানান।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।