লা লিগায় রিয়ালকে জিতিয়ে কিংবদন্তিদের কাতারে এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:১৫, ২০ অক্টোবর ২০২৫

ছবি: গেটি ইমেজেস
গেটাফের বিপক্ষে ম্যাচে আবারও রিয়াল মাদ্রিদের ত্রাতা হয়ে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করে দলের জয় নিশ্চিত করেন এই ফরাসি মহাতারকা। এর মাধ্যমে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১১ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি—নিজের পেশাদার ক্যারিয়ারে যা একেবারেই প্রথম।
লা লিগার চলতি মৌসুমে মাত্র ৯ ম্যাচেই ১০ গোল করেছেন এমবাপ্পে। এই পরিসংখ্যান তাকে রিয়ালের কিংবদন্তি গোলদাতাদের সারিতে নিয়ে গেছে। রাউল, রোনালদো, ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তারকারা যে ধারাবাহিকতায় দলকে জয়ে রেখেছিলেন, এবার সেই পথেই হাঁটছেন ২৬ বছর বয়সী এই তারকা।
সান্তিয়াগো বের্নাবেউয়ের দর্শকরা তাই আবারও গেয়ে উঠেছেন “¡Viva Mbappé!”—কারণ তার এক গোলেই প্রতিপক্ষের জাল কেঁপেছে, আর রিয়াল ফিরেছে জয়ের ধারায়। নতুন মৌসুমে রিয়ালের স্বপ্নপূরণে যে এমবাপ্পেই হতে পারেন মূল অস্ত্র, সেই বার্তাই যেন আরও জোরালো হলো গেটাফে ম্যাচের পর।