সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

৯ বছর পর অ্যানফিল্ডে ম্যানইউ’র দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১:৩৩, ২০ অক্টোবর ২০২৫

৯ বছর পর অ্যানফিল্ডে ম্যানইউ’র দাপুটে জয়

নয় বছরের অপেক্ষা শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে অবশেষে জয় তুলে নিয়েছে ‘রেড ডেভিলস’। রdhবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এই ম্যাচে ম্যানইউ ২–১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে।

প্রথমার্ধেই ব্রায়ান এমবেউমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো। তবে ৮৪ মিনিটে হ্যারি মাগুয়েরের নিখুঁত হেডে জয়সূচক গোল করে উল্লাসে ভাসেন এরিক টেন হাগের শিষ্যরা। এর ফলে দীর্ঘ নয় বছর পর অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানইউ।

সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের এটি টানা চতুর্থ পরাজয়। ম্যাচ শেষে ইউনাইটেড অধিনায়ক মাগুয়ের বলেন, “অ্যানফিল্ডে এমন জয়ই আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে।”

আগুনে ফর্মে আছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২–১ ব্যবধানে জয় এনে দিয়ে ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। বায়ার্নের জার্সিতে কেইনের গোল এখন ১০৪। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১৯ গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

নাপোলির হারের সুযোগ কাজে লাগিয়ে শীর্ষে উঠেছে ইন্টার মিলান। রোমাকে ১–০ গোলে হারিয়ে তারা এখন লিগের পয়েন্ট তালিকার এক নম্বরে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন