জমি নিয়ে বিরোধে ভয়াবহ সংঘর্ষ, নারীসহ আহত ৪০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫১, ২০ অক্টোবর ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এই সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের সদস্য আব্দুল মতলিব ও তার চাচাতো ভাই কাদির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের নোংরা পানি মতলিব মিয়ার জমিতে পড়ে—এ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা রাতের দিকে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে।
লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও বাঁশের কঞ্চি নিয়ে উভয়পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালায়। এতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তত ১৫ জনকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান সমাজকালকে জানান, ‘সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’