বান্দরবনে বাংলাদেশি পর্ন–নেটওয়ার্কের হোতা দম্পতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২৩, ২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, অভিযুক্ত দম্পতি দেশের ভেতর থেকেই নিয়মিতভাবে পর্নোগ্রাফিক ভিডিও ধারণ, সম্পাদনা ও বিদেশি ওয়েবসাইটে আপলোড করতেন।
তদন্তে জানা গেছে, তাদের পরিচালিত ওয়েবচ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। অনলাইন কনটেন্টের মাধ্যমে তারা বিপুল অর্থ উপার্জন করছিলেন এবং দেশের ভেতরে বসেই পুরো অপারেশন চালাতেন।
বাংলাদেশে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২’ অনুসারে পর্ন কনটেন্ট তৈরি, প্রচার বা সংরক্ষণ—সবকিছুই দণ্ডনীয় অপরাধ। এই আইনে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।
সিআইডি কর্মকর্তারা বলছেন, এই যুগল শুধু নিজেরাই অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না, বরং তরুণ সমাজকে এই পথে আকৃষ্ট করতে নানা সামাজিক মাধ্যম ব্যবহার করতেন। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে বসেই একটি `পর্ন ভিডিও প্রোডাকশন নেটওয়ার্ক’ গড়ে উঠছিল—যা দেশের আইন, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের জন্য গভীর হুমকি।
সম্প্রতি আন্তর্জাতিক অনুসন্ধানভিত্তিক পত্রিকা The Descent এক প্রতিবেদনে এই দম্পতির কনটেন্ট ও অনলাইন আয়ের ধারা প্রকাশ করে। এরপরই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীরভাবে অনুসন্ধান শুরু করে।