শেখ হাসিনা ‘রাজাকারের বাচ্চা’ বলেননি
নীলনকশায় ক্ষমতাচ্যুত করা হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪১, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৪২, ২০ অক্টোবর ২০২৫

কোটা সংস্কার আন্দোলনের আড়ালে একটি সুপরিকল্পিত নীলনকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে— এমন দাবি তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। সোমবার (২০ অক্টোবর) ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসেন যুক্তিতর্কে বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেননি। এটি সম্পূর্ণ বিকৃত ও প্রোপাগান্ডা-নির্ভর প্রচার’ তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের কিছু ভুলত্রুটি থাকলেও তারা দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়েছিলেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের আড়ালে একটি ‘রাজনৈতিক ছক’ কষে সেই সরকারকে সরিয়ে দেওয়া হয়। তার ভাষায়, ‘কোটা সংস্কার আন্দোলন ছিল না শুধুমাত্র ন্যায্য দাবির লড়াই, বরং এর পেছনে ছিল ক্ষমতা দখলের নীলনকশা।’
এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান মন্তব্য করেন, ‘গত ৫৪ বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছে। তবে এর ব্যবহার নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে।’
বিচার প্রক্রিয়ার সময় ট্রাইব্যুনালের এক সদস্য আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন— ‘তাহলে কি এগুলোও বৈধ ছিল?’
উল্লেখ্য, এর আগে একই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার ছিল প্রতিরক্ষা দলের যুক্তিতর্কের প্রথম দিন।