আর্জেন্টিনাকে কাঁদিয়ে মরক্কোর ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০:৩০, ২০ অক্টোবর ২০২৫

ফুটবল দুনিয়ায় আরেকটি অঘটন! অপরাজিত আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল মরক্কো। ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে ‘অ্যাটলাস লায়ন’রা ২–০ গোলে পরাজিত করল সাতবারের শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনাকে। এই প্রথম কোনো বয়সভিত্তিক বিশ্বকাপে ট্রফি জিতল মরক্কো—আফ্রিকার ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল দেশটি।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে সোমবার ভোরে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। মরক্কোর দুই গোলই করেন ইয়াসির জাবিরি—যিনি একাই আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দেন। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল, আর ২৯ মিনিটে দ্বিতীয়। এই দুই গোলেই নিশ্চিত হয় মরক্কোর স্বপ্নের জয়।
বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের মুখ দেখেনি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ প্রতিহত করেছে মরক্কোর রক্ষণভাগ। আর্জেন্টিনার ফরোয়ার্ডরা বারবার চেষ্টা করলেও মরক্কোর গোলরক্ষক ও ডিফেন্ডাররা ছিলেন দুর্ভেদ্য দেয়াল।
লিওনেল মেসির অন্ধভক্ত ইয়াসির জাবিরি টুর্নামেন্টে করেছেন মোট ৫ গোল। ফাইনালে জোড়া গোলসহ তিনি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট জিততে পারেননি। তবে দারুণ পারফরম্যান্সে পেয়েছেন ‘সিলভার বল’ পুরস্কার।
মরক্কোর আরেক তারকা ওথমান মামা জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। অন্যদিকে, ফাইনালের আগ পর্যন্ত কোনো গোল না খাওয়া আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি পান ‘গোল্ডেন গ্লাভস’।
ঘানার পর মরক্কোই দ্বিতীয় আফ্রিকান দেশ যারা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জিতল। এই জয়ে প্রমাণ হলো—আফ্রিকার ফুটবল এখন আর ‘আশার আলো’ নয়, বরং বাস্তব শক্তি।
এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি মরক্কো ও সমগ্র আফ্রিকার ফুটবলের আত্মবিশ্বাসের প্রতীক—যেখানে একদিনের স্বপ্ন এখন ইতিহাস হয়ে উঠেছে।