আর্জেন্টিনাকে কাঁদিয়ে মরক্কোর ইতিহাস
ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে ‘অ্যাটলাস লায়ন’রা ২–০ গোলে পরাজিত করল সাতবারের শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনাকে। এই প্রথম কোনো বয়সভিত্তিক বিশ্বকাপে ট্রফি জিতল মরক্কো—আফ্রিকার ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল দেশটি।