সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

পিরোজপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:১০, ২০ অক্টোবর ২০২৫

পিরোজপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত হয়ে আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলী উপজেলার বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় শিয়ালকাঠী বান্দাঘাটা এলাকায় হঠাৎ ‘ডাকাত আতঙ্ক’ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ডাক-চিৎকার শুনে আলীকে ডাকাত সন্দেহে ধরে বেধড়ক মারধর করে। পরে আরও অনেকে যোগ দিয়ে তাকে গণপিটুনি দেয়। এতে আলী গুরুতর আহত হন। পরবর্তীতে তার হাত-পা বেঁধে ফেলে রেখে দেওয়া হয় ।

খবর পেয়ে স্থানীয়রা তাকে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা দাবি করেছেন, আলীকে ডাকাত সন্দেহে নয়, বরং পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাকে ফাঁসিয়ে গণপিটুনির নাটক সাজানো হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান হক জানিয়েছেন, নিহত আলীর স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন