জয়নাল আবদিন ফারুক
ক্ষমতায় গেলে পিআর ঠিক করে নিয়েন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৫, ২০ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর উদ্দেশে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। সোমবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বরে ৩১ দফা বাস্তবায়ন ও প্রচার উপলক্ষে এক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনারা ক্ষমতায় গেলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ঠিক করে নিয়েন।”
এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে নির্বাচনী বোঝাপড়া এবং জুলাই সনদে যৌথ স্বাক্ষরকে সামনে রেখে সহযোগিতার নতুন ইঙ্গিত দিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
জামায়াত নেতাদের উদ্দেশে জয়নাল আবদিন ফারুক বলেন,‘আমরা ভাই ভাই—এই মাটিতে ভাইয়ের রক্ত যেন আর না ঝরে। যেহেতু আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আসুন মিলেমিশে ইউনূস সাহেবকে সহযোগিতা করি।’
তিনি আরও বলেন, ‘আগামীতে জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হলে দেশে বৈষম্য, হয়রানি ও বিচার বিভাগের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটবে।’
বিএনপি নেতা আরও অভিযোগ করেন, ‘ধানের শীষকে ক্ষমতায় আসা ঠেকাতে এক বিরাট ষড়যন্ত্র চলছে। দুই দিন আগে বিমানবন্দরে আগুন, তারও আগে মিরপুরের ফ্যাক্টরিতে আগুন—সবই একই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।’
তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মুহূর্তে শেখ হাসিনার দোসররা আগুন লাগিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে।’
জয়নাল আবদিন ফারুক বলেন, ‘এই চক্র ১৬ বছর জনগণকে কষ্ট দিয়েছে, মায়ের বুকের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তারা এখনো ষড়যন্ত্রে ব্যস্ত।’
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানস্থলে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।