জয়া আহসান হলুদ শাড়ীতে মুগ্ধতা ছড়ালেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:১৯, ২০ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
ঢালিউড ও টলিউড—দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু অভিনয়ে নয়, তার পরিমিত রুচি আর ফ্যাশন সেন্সও বারবার প্রশংসিত হয়েছে ভক্তদের মুখে। সেই জয়া আবারও নেটিজেনদের হৃদয়ে ঢেউ তুললেন নতুন এক ফটোশুটে—হলুদ শাড়িতে মায়াবী রূপে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা গেছে, জয়া পরেছেন সূর্যের মতো উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যার গায়ে হালকা কালো ও সোনালি ছাপার কারুকাজ। মাথায় খোলা চুল, মুখে প্রশান্ত হাসি—সব মিলিয়ে যেন রঙ ও আলোয় মিশে থাকা এক জীবন্ত কবিতা।
তার শান্ত অথচ আত্মবিশ্বাসী অভিব্যক্তি, শাড়ির রঙের দীপ্তি এবং আলোকচিত্রের নরম ছোঁয়ায় তৈরি হয়েছে এক অনন্য দৃশ্য। পোস্টের নিচে অসংখ্য মন্তব্যে ভরে গেছে ভালোবাসা ও প্রশংসায়—
একজন লিখেছেন, “সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।”
আরেকজনের মন্তব্য, “রঙিন শাড়িতে রূপের মায়া, চোখ সরানো যায় না।”
জয়া আহসানের শাড়িপ্রেম অবশ্য নতুন নয়। এর আগেও ‘কৃষ্ণচূড়া’ অনুপ্রাণিত ড্রাই ব্লু শাড়ি থেকে শুরু করে ক্লাসিক সিল্ক বা ক্যাজুয়াল কুর্তি—সব পোশাকেই নিজের স্বকীয়তা বজায় রেখে তিনি বারবার প্রমাণ করেছেন যে, ফ্যাশন কেবল পোশাক নয়, এটি একধরনের ব্যক্তিত্বের প্রকাশ।
দেশের সীমানা পেরিয়ে কলকাতার চলচ্চিত্রজগতেও তার সৌন্দর্য ও পরিশীলিত ফ্যাশন চর্চা সমানভাবে প্রশংসিত। তাই হয়তো প্রতিবারই জয়া নতুন করে আবিষ্কার হন—একই সঙ্গে অনন্য ও সহজাত।