সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

মেঘনা আলমের বিস্ফোরক অভিযোগ, তোলপাড়

বিনোদন প্রতিবেদক 

প্রকাশ: ১২:০৬, ২০ অক্টোবর ২০২৫

মেঘনা আলমের বিস্ফোরক অভিযোগ, তোলপাড়

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায় এসেছেন নতুন এক বিস্ফোরক অভিযোগ তুলে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে তিনি রাষ্ট্রযন্ত্র, প্রশাসন ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া পোস্টে মেঘনা লিখেছেন,“এই দেশ এখন জালিমরা চালাচ্ছে। প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম।”
তিনি দাবি করেন, দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন। 

তিনি বলেন,“আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না। নাটক এত দ্রুত করতে হয় যে, রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠানো হয়।”

চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় মেঘনাকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ ও ভাটারা থানার কর্মকর্তারা। ওই মামলায় আদালত তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে পাঠান। পরে জামিনে মুক্তি পান তিনি।

জেল থেকে বের হওয়ার পর থেকেই মেঘনা পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আনতে শুরু করেন। তার দাবি,“আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, এমনকি গ্রেফতারের পর আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।”

তিনি ইতিমধ্যে এই ঘটনার জন্য দোষীদের বিচার দাবি করেছেন এবং প্রশাসনের ভেতরের দুর্নীতির বিষয়েও মুখ খুলেছেন।

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন মেঘনা আলম। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিতর্ক এবং আইনি ঝামেলার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

গত কয়েক মাস তিনি বেশিরভাগ সময় নীরব থাকলেও, নতুন এই পোস্টের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

আরও পড়ুন