অস্কারে যাচ্ছে সৌদি আরবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "হিজরা"
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:২২, ২০ অক্টোবর ২০২৫

"হিজরা" সৌদি নারী নির্মাতা শাহাদ আমিনের নতুন চলচ্চিত্র। একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে এই বছর সৌদি আরবের পক্ষ থেকে মনোনীত হয়েছে ছবিটি। সৌদি নারীদের তিন প্রজন্মের মধ্যে সম্পর্ক, বিশ্বাস ও আত্ম-অন্বেষণের গল্প তুলে ধরেছে মরুভূমির প্রেক্ষাপটে নির্মিত এই রোড মুভিটি।
২০২০ সালে সৌদির হয়ে অস্কার দৌড়ে অংশগ্রহণ করা নারীবাদী রূপকধর্মী চলচ্চিত্র "স্কেলস" এর নারী নির্মাতা শাহাদ আমিনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই "হিজরা"।
জেদ্দা, মদিনা, আলউলা ও নিয়োমসহ সৌদি আরবের বিভিন্ন বিস্তৃত মরুভূমি এলাকায় হয়েছে "হিজরা" ছবির শুটিং। এ বছরের সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘স্পটলাইট’ বিভাগে প্রথম প্রদর্শিত হয় সিনেমাটি। সেখানে সিনেমাটি প্রশংসাও কুড়িয়েছিল দর্শক, সমালোচকদের।
গল্প সংক্ষেপ:
১২ বছর বয়সী এক কিশোরী জান্নাকে ঘিরেই ছবির গল্প। কঠোর স্বভাবের দাদি সিত্তি এবং ১৮ বছরের বিদ্রোহী বোন সারাহকে নিয়ে পবিত্র মক্কায় হজ পালনে রওনা করে জান্না। কিন্তু পথে সারাহ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তখন থেকেই শুরু হয় জান্না ও সিত্তির উদ্বেগভরা অনুসন্ধান ও আত্ম-আবিষ্কারের যাত্রা।
মূখ্য অভিনয়শিল্পী:
দাদির চরিত্রে অভিনয় করেছেন খাইরিয়া নাসমি, জান্নার ভূমিকায় নবাগত লামার ফাদান এবং বিশেষ উপস্থিতিতে আছেন বারা আলেম।ছবিটি সম্পূর্ণ সৌদি অভিনয়শিল্পীদের দ্বারা নির্মিত।
নির্মাতা শাহাদ আমিন জানান, "দ্বিতীয়বারের মতো অস্কারে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গভীর গর্বের বিষয়। এটি সৌদি সিনেমার ইতিবাচক রূপান্তরের প্রতিফলনও বটে। ‘হিজরা’ আমার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল। আমরা দূরবর্তী মরু অঞ্চলে শুটিং করেছি কারণ, এই গল্পটি আমাদের ইতিহাসের ভেতর থেকে উঠে আসা এক নারীর কণ্ঠস্বর, যা আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চেয়েছি।"
ছবিটির পরিবেশনায়:
সৌদি আরবে ছবিটির পরিবেশনার দায়িত্ব থাকবে সিনওয়েভস'র ঘাড়ে। এছাড়া আরব বিশ্বের অন্যান্য দেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে 'ফিল্ম ক্লিনিক ইন্ডি ডিস্ট্রিবিউশন'। আর আন্তর্জাতিক বিক্রির দায়িত্বে আছে 'ইরাকি ইন্ডিপেনডেন্ট ফিল্ম সেন্টার'।
আগামী ১৬ ডিসেম্বর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে নির্বাচিত ১৫টি ছবির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করবে একাডেমি।