সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত ও ছিনতাই ,৫ জন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪০, ২০ অক্টোবর ২০২৫

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত ও ছিনতাই ,৫ জন গ্রেপ্তার

কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এক পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযানে ছিনতাইকৃত ১০টি মোবাইল ফোন ও ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামের মোহাম্মদ বাবুল (২৮), পিটি স্কুল চেয়ারম্যান ঘাটা এলাকার সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়া কানাইয়া বাজার এলাকার মো. সোহেল (২২), কলাতলী গ্রামের মো. সিদ্দিক (৪০) এবং টেকপাড়া চৌমুহনী এলাকার ইমরান সরোয়ার ইমন (২৫)।

পুলিশ জানায়, রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিএনজিযোগে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় আসে ছিনতাইকারীরা। সেখানে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাহালি গ্রামের বাসিন্দা পর্যটক সাইফুল্লাহ (২২)-এর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।

ঘটনার পরপরই বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে সদর মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল একাধিক স্থানে অভিযান পরিচালনা করে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন,“পুলিশ অত্যন্ত দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেপ্তার করেছে। পর্যটকদের নিরাপত্তা রক্ষায় কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা (এফআইআর নং–৪৭, তারিখ: ১৯ অক্টোবর ২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৯৪ ধারা (ডাকাতি চলাকালে আঘাতের প্রয়োগ) অনুযায়ী রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের অতীত অপরাধ রেকর্ড যাচাই করা হচ্ছে। পাশাপাশি এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন