ইমরান খানের বোন আলীমা খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:১৯, ২০ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
পাকিস্তানের রাওয়ালপিন্ডির সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল (এটিসি) তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলীমা খানের বিরুদ্ধে অজামিনযোগ্য (নন-বেলেবল) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আজ সোমবার (২০ অক্টোবর) এ পরোয়ানা জারি করা হয়।
এ মামলাটি গত বছরের ২৬ নভেম্বর পিটিআই আয়োজিত প্রতিবাদ কর্মসূচি-সংক্রান্ত। আদালতের বিচারক আমজাদ আলী শাহ পুলিশকে নির্দেশ দিয়েছেন আগামী ২২ অক্টোবরের মধ্যে আলীমা খানকে আদালতে হাজির করতে।
আদালত সূত্রে জানা যায়, মামলার শুনানিতে বারবার অনুপস্থিত থাকার কারণে বিচারক এই কঠোর নির্দেশ দেন। আলীমা খান গত কয়েক দফা সমন পাঠানোর পরও আদালতে হাজির হননি।
এর আগে, গত বছর ইসলামাবাদে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় একাধিক মামলা হয়। সেসব মামলারই একটি হলো নভেম্বর ২৬-এর প্রতিবাদ মামলা, যাতে আলীমা খানের নাম অন্তর্ভুক্ত করা হয়।
আলীমা খান, যিনি ইমরান খানের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হিসেবে পরিচিত, দাবি করে আসছেন যে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এর আগে তিনি ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বাইরে সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, কিন্তু আমরা ন্যায়বিচারে আস্থা রাখি।”
এটিসির সর্বশেষ আদেশ অনুযায়ী, রাওয়ালপিন্ডি পুলিশ এখন তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বাধ্য।