সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৭, ২০ অক্টোবর ২০২৫

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সাংবাদিকের ওপর হামলা

ছবি: সংগৃহীত

ঢাকার অফিস থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজটোয়েন্টিফোরের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুর মাসুম। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর মাধবদী থানার কান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার পর স্থানীয়রা ও স্বজনরা আহত মাসুমকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ওবায়দুর মাসুম জানান, “আমি প্রায়ই অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজের বাড়িতে ফিরি। রবিবারও রাত নয়টার দিকে মহাখালীর অফিস থেকে মোটরসাইকেলে রওনা দিই। বনানীর একটি চশমার দোকানে কিছু সময় কাটালে একটু দেরি হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে আমার বাইকের গতিরোধ করে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে দুজন নেমে আমাকে পিঠে, বাহুতে ও ডান পায়ে পেটাতে শুরু করে।

একজন গালিগালাজ করতে করতে বলে, ‘খুব বড় সাংবাদিক হইছিস!’ এরপর তারা আমার বাইকের সামনের অংশে ভাঙচুর করে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “আমার সঙ্গে থাকা মোবাইল ও ল্যাপটপসহ কোনো জিনিস তারা নেয়নি। তাই ঘটনাটি ছিনতাই নয়, বরং মনে হচ্ছে পেশাগত কোনো কারণে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি, এখন থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

এ বিষয়ে নরসিংদী ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু হাসনাত মো. সায়েম বলেন, “সাংবাদিক মাসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি আপাতত শঙ্কামুক্ত।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বাড়ছে। এর আগে লালন মেলায় ও গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন